যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ব্লগে দীর্ঘ ৩৫ দিন অনুপস্থিত । শুধু ব্লগ নয় বলা যায় ভার্চুয়াল জগত এমন কি দেশের খবরাখবর পর্যন্ত জানি না । গতকাল বিকেলে দেশে আসলাম । এতোদিন উল্লেখযোগ্য কি ঘটল জানি না । ঘরে-ঘরের বাহিরে, ব্লগে ব্লগের বাহিরে, দেশে দেশের বাহিরে । তাই ব্লগারদের শরনাপন্ন হলাম । দয়া করে যদি সবাই একটু খোজ খবর দিতেন ... বড়ই দিল খুশ হত....
এই মাসখানেকরে মধ্যে দেখি অনেক নতুন নতুন নিক আসছে.... ঠিক বুঝে উঠতে পারছি না ।
এখন ব্লগের আলোচ্য বিষয় কি ?
ধেশের আলোচ্য বিষয় ??
একটু ঝাণাণ নাহ!!!
রাহা, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।