যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
জামায়াতের সংশোধিত গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকবে: কামারুজ্জামান
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান দাবি করেছেন, দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্যয়ের কথা উল্লেখ করে সংশোধনী আনা হচ্ছে। নিবন্ধনের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার সাংবাদিকদের বলেছিলেন, তাদের দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বা বিরোধিতা করে কোনো কথা নেই। এ বিষয়ে কোনো সংশোধনীও আনা হবে না।
এ বক্তব্য 'সঠিক নয়' দাবি করে কামারুজ্জামান রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াতের গঠনতন্ত্রে বাংলাদেশের স্বীকৃতি রয়েছে। এ বিষয়ে সাংঘর্ষিক কিছু গঠনতন্ত্রে নেই। তারপরও সংশোধিত গঠনতন্ত্রের প্রস্তাবনায় বিষয়টিকে আরও স্পষ্ট করতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। " তিনি আরও দাবি করেন, জামায়াতের গঠনতন্ত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু নেই। অথচ সকালে নির্বাচন কমিশন থেকে দলের হয়ে নিবন্ধন ফরম সংগ্রহ করার পর জসীমউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "জামায়াতের গঠনতন্ত্রে সার্বভৌমত্ব বিষয়টি 'ডিনাই'ও করা হয়নি।
এটি বিশ্বাসের বিষয়। মুসলমান হিসেবে সার্বভৌমত্ব আল্লাহর। রিজিওনাল (আঞ্চলিক) সার্বভৌমত্বও এখানে রয়েছে। এটি কোনো সাংঘর্ষিক বিষয় নয়। "
এর আগে গত বছরের ২৫ অক্টোবর ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছিলেন, দেশে কোনো স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী নেই।
তার এ মন্তব্যে সারাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সংবাদ- বিডিনিউজ
ধরনী বিভক্ত হও আমি ঢুকে যাই তোমার অধরে । মুক্তিযুদ্ধের স্বীকৃতি এখন আমাদের নিতে হয় জামাতী কুত্তাদের কাছ থেকে । এই না হলে স্বাধীন দেশ এই না হলে কি আমাদের মুক্তিযুদ্ধের অর্জন মহিমান্বিত হয় !!!!!!!!!!!!!!! আজ আমাদের জামাতের এই দুঃসাহস নির্বিকারভাবে দেখতে হয় , শুনতে হয় ।
যে ভন্ড ধর্মব্যবসায়ী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলটির এই দেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার নেই আজ তারাই আমাদের কানের কাছে গুন গুন করে গান গায় , মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেয় ।
জানিনা কবে থেকে জামাতীদের মুক্তিযুদ্ধের আত্মত্যাগ বীরত্বরে জন্য বীরশ্রেষ্ঠ উপাধি দেয় হবে । হোক... আমরা চেয়ে দেখে যাই আর আরো নপুংশুক হয়ে যাই ।
হায় ঈশ্বরঃ রাজাকারের দল জামাতীরা মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।