মাহবুব
হায়রে জামায়াত! ক্ষমতায় যাওয়ার কত ছলনা তোমাদের! কিন্তু তোমরা স্বীকার করনা যে তোমরা কর ধর্মের নামে রাজনীতি। আল্লাহর নামে তোমার করেছো এ দেশের মানুষের সাথে ধোকাবাজি। আজ তোমরা আবার এ দেশে রাজনৈতিক করার বৈধতা নেওয়ার দাবিতে করেছ নিবন্ধন। এ তোমদের কেমন নীতি? শুধুমাত্র রাজনৈতিক বৈধতার জন্য স্বাধীনতার ৩৮ বছর পর তোমরা স্বীকার করলে এ দেশের স্বাধীনতার কথা। স্বীকার করলে এ দেশের মানুষের আত্ম ত্যাগের কথা।
তোমরা আজ বুঝেছ এ দেশের স্বাধীনতার কথা। আর না হয় একটু ভাল হয়ে স্বীকার্ কর স্বাধীনতার সময় তোমাদের কার্যকলাপের কথা। সব জেনেও তোমাদেরকে এ দেশ খেকে বের করা হয়নি বিশ্বাস রাখতে পার স্বাধীনতার সময় তোমাদের কার্যকলাপের কথা স্বীকার করলে তোমরা আগের মত অবহেলিত হলেও এ জাতি ক্ষমা করতে পারে। হয়ত পারবে না। জানিনা এ জাতির কথা? তবুও তোমরা ক্ষমা চাও তোমাদের পাপের কথা স্বীকার করে।
এ তোমাদের কাছে এ জাতির এক স্বাধীন মানুষের কথা। অনুরোধ করছি না তোমাদের আদেশও করলাম না। শুধু বলে গেলাম। হয়তো কেউ তোমাদের আদেশ করবে অনুরোধ করবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।