আমাদের কথা খুঁজে নিন

   

সময় যেন থমকে আছে !!

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

একটু পর পর ঘড়ি দেখছি, প্রতিটা মূহুর্ত প্রতি মূহুর্তে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, জ্যামিতিক হারে ......... বেশ কিছু দিন ব্লগে অনিয়মিত ছিলাম, মাঝে মাঝে শুধু একটু ঢুঁ মরেই চলে যেতাম ........ এখন একটু ফ্রী হয়েছি, আশা করি আবার নিয়মিত হয়ে যাবো....... সকাল থেকে একটু পরপর ঘড়ি দেখে যাচ্ছি, মনে হচ্ছে সময় যেন থমকে আছে ....... সব ঠিকঠাক থাকলে, আজ রাত বাংলাদেশ টাইম ১২:১০ টায় জিয়া বিমান বন্দরে পা রাখবো ....... ইস !!! দেশের মাটির গন্ধ, কত দিন পাইনা !!!, দেশের বাতাসে কতদিন শ্বাস নেই না !!! কতদিন দেশের বৃষ্টিতে ভিজি না !!! বিদেশের মাটি, বাতাস, পানি সবই কেন যেন পর পর মনে হয় ........ মা আমি আসছি তোমার আঁচলে ফিরিয়া........... সবার কাছে দোয়া চাচ্ছি ...... আজকের মধ্যে নিউজিল্যান্ড অল আউট না হলে কালকে খেলা দেখতে পারবো ....... আপনাদের সাথে জয় সেলিব্রেট করতে পারবো ইনশাআল্লাহ ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।