শেষ রাতের বেওয়ারিশ কুকুরের তীব্র আর্তনাদ
এবং আমি একা,
একাই হেটে চলেছি...
ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিট
আমার মৃতপ্রায় বিবর্ণ হাতঘড়ি বলছে!
থমথমে নিস্তব্ধ আকাশ গেরুয়া চাঁদর পড়েছে,
অদ্ভুত পরিবর্তন!
কাল কি তবে নীল বৃষ্টিতে ভিজতে হবে?
শ্যাওলাধরা দু’দেয়ালের মাঝে হেটে চলেছি
নিভৃতচারী সরু পথ-
অভিযোগহীন অদ্যবধী,
পায়ের নীচে স্যাঁতস্যাতে ঘাস;
বোঝা গেল সহসা কেউ এই পথ মাড়ায়না,
ভুল করেওনা,
অথবা এঁড়িয়ে চলে
বিপদসঙ্কুল বলে,
তাই নিঃসঙ্গ পথও অভিমানহীন।
সেই পথে আমি আজ প্রবেশ করেছি,
বিস্ময়াভিভুত!
শেষ রাতের আঁধার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে
দিনের আলো চুরি করবার।
এবং হঠাৎ দেখা তোমার সাথে
সেই অভিমানী পথে,
নিঃসঙ্গ, একাকিনী;
ঝাপসা আমার দৃষ্টি
শুধুই চেনা ছায়া পড়েছে সেই পথে
পুরোনো ভুলগুলো মাথাচাড়া দিয়ে উঠছে!
সেই ছায়া উঠে আসলো আমার বুকে,
সেই মায়াবী হাসি-নিস্প্রান
তাই দেখে আমিও হাসি-অপরাধী!
(চলবে...)
অক্টোবর ২০, ২০০৮
দুপুর ১২-০৩ মিঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।