ঘরে বসে অর্থ আয় করার অনেক উপায় আছে । নিচে কিছু সহজে অর্থ আয় করার উপায় সম্পর্কে সংক্ষেপে জানানে হলোঃ
অ্যাডসেন্সঃ অ্যাডসেন্স হচ্ছে ঘরে বসে আয় করার অন্যতম উপায় । যারা সহজে দ্রুত টাকা আয় করতে চান তাদের জন্য অ্যাডসেন্স হচ্ছে ঘরে বসে টাকা আয় করার নিরাপদ উপায় । আপনি যদি দ্রুত ও সহজে টাকা উপার্জন করতে চান, তবে এটিকে প্রথমে পচ্ছন্দ করতে পারেন । অ্যাডসেন্সের মাধম্যে টাকা আয় করতে হলে আপনার একটি নিজস্ব ওয়েব সাইট থাকতে হবে ।
তবে আপনার নিজস্ব ওয়েব সাইট না থাকলে ব্লগের মাধম্যেও এ কাজটি করতে পারবেন । আপনি আপনার ওয়েব সাইটিকে মানসম্পন্ন করে তৈরি করুন । আপনার ওয়েব সাইট যত ভিজিটারদেরকে আকর্ষণ করবে আপনার আয় তত বৃদ্ধি পাবে ।
আপনাকে অ্যাডসেন্সে একাউন্ট খুলতে হবে । এরপর অ্যাডসেন্স থেকে আপনাকে কিছু বিজ্ঞাপনের কোড সংগ্রহ করতে হবে এবং এগুলো আপনার ওয়েব সাইট বা ব্লগে এই কোডগুলো যোগ করতে হবে ।
পুরো কাজ সম্পন্ন হলে আপনার ওয়েব সাইট বা ব্লগের ভিজিটরা কোন এ্যাডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ডে ডলার জমবে ।
আর একটি অর্থ আয় করার উপায় হল অ্যামাজন-এর মাধ্যমে । অ্যামাজন বিভিন্ন পন্য বিক্রি করে । তাদের পণ্যের বিজ্ঞাপন আপনার সাইটে রাখতে পারেন । কেউ আপনার সাইট থেকে তাদের কোন পণ্য ক্রয় করলে অ্যামাজন আপনাকে কমিশন দিবে ।
আপনি এ ওয়েব সাইটের ভার্চূয়াল স্টোর ও লিংক তৈরি করতে পারেন ।
Ebay-এর মাধ্যমে পণ্য বিক্রি করে আপনি অতিরক্ত টাকা আয় করতে পারবেন । এজন্য আপনাকে একটি বিক্রয় কেন্দ্র খুলতে হবে যার মাধ্যমে আপনি পণ্য বিক্রি করবেন । এটি একটি ইকমার্স পদ্ধতি ।
[ বিঃ দ্রঃ পরবর্তীতে এগুলো নিয়ে আরো লিখার আশা রইল ।
]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।