কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
প্রায় এক মাস আগে একটা পোষ্ট (Click This Link)দিয়েছিলাম, যখন সা ইন প্রথম ব্লগার দের সম্মন্ধে তাদের মতামত ব্যক্ত করে ক্যাটাগরি করে ফেলল। ভাবখানা এমন যে তাদের এই ক্যাটাগরির উপর আমার নাগরিক সুযোগ সুবিধা নির্ভর করবে। দুই দিন যাওয়ার পর দেখলাম আমাকে নিরাপদ থেকে সাধারন বানিয়ে দেয়া হয়েছে, আমার পোষ্ট আর সংকলিত পোষ্ট (যেখানে বড় বড় নামীদামী, নিরাপদ (!) লেখকগনের লেখা যায়) এ আসে না। আমি অত্যন্ত দুঃখের সাথে মেইল করলাম, মেইল এর রিপ্লাই আসল প্রায় ১০দিন পর। কি কি যেন লিখল মেইল এ নিয়ম কানুন এর কথা বুঝলাম না কিছু, কবে আবার আমি নিরাপদ হতে পারব সেটাও কিছু লিখে নাই।
এখন এই পোষ্ট দেয়ার পিছনে আমার উদ্দেশ্য হলো, সাধারন ব্লগার থেকে আরেক ধাপ নিচে নামতে পারি কিনা তা দেখা... আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি...
ব্লগে আমার কিছু বন্ধু, কিছু শুভাকাঙ্খী আছে, তারা একেকজন একেক বুদ্ধি দিয়েছে, একজনের বুদ্ধি শুনে "আমি একজন অসাধারন ব্লগার" নামে একটা প্রোফাইল ছবি লাগিয়েছি। আরেকজন (কাকন) আমাকে বলেছে নতুন আরেকটা নিক খুলে জানিয়ে দিতে আমি সাঝবাতির রুপকথা। এটা আমি আগেই চিন্তা করেছিলাম।
আমি অনেক কেই দেখেছি তারা বলে কোন পোষ্ট এ কমেন্ট, প্লাস মাইনাস এ তাদের কিছু যায় আসে না, কিন্তু আমার কাছে আমার প্রতিটা পোষ্ট এর কমেন্ট অনেক প্রিয়, ইন ফ্যাক্ট আমি কমেন্ট পাবার জন্যেই পোষ্ট দেই। আমার ধারনা প্রায় সবাই এজন্যেই পোষ্ট দেয় কিন্তু স্বীকার করে না যে তারা কমেন্ট এর জন্যে পোষ্ট দেয়।
নতুন নিক খুললে এই কমেন্ট গুলো থাকবে না, এটা মেনে নেওয়া আমার জন্যে কষ্টকর, তাহলে উপায় ...?
সা ইন এর দয়ার উপর নির্ভর করতে খুব অপমান লাগছে, আমি ওদের টা খাই না পরি? আমার কোন ঠেকা পড়সে নিজের সময় নষ্ট করে সা ইন এর উপকার করার...?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।