আমি খুজি: ধর্ম+সত্য+পবিএতা
দানব মৃত্যু প্রলয়নিত্য নাচে আমার ললাটে
দেহের শীরায় শীরায় রুহ খোঁজে আজরাইল ।
আমাকে বাচাঁও মা, বাবা বাচাঁও আমায়
আমার হাত ধরে জীবণপ্রিয়া- সন্তান চেয়ে রয়;
নোনাজলের প্লাবনে সংসার আমার নুয়ে যায় ।
দানব মৃত্যু রক্তবেয়ে হৃদপিন্ড মোচড়ায়
খুচে খুচে দেখে ভালবাসা কোথায় !
আমাকে বাচাঁও কর্ম, বাচাঁও সমাজ আমায়
আমার প্রতিবেশি নির্বাক-চোখে চোখে সুধায়:
অতি আদরের অভিজাত্য কুয়াশায় মিলায় ।
দানব মৃত্যু এখন মষ্তিষ্কের কোঠায়
তার আস্ফালনে দেহ আমার সাত আসমান ছুতে চায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।