জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।
এই মাটির বুকে একবার কান পেতে শোন
যে হৃদপিন্ড নিরন্তর বেজে চলেছে
সে তোমার পূর্ব পুরুষের আর্তনাদ
এই মাটির শিরায় শিরায় হাত পেতে দেখো
যে লাল স্ফুলিংগের মিছিল চলেছে
সে তোমার পূর্ব পুরুষের আত্মত্যাগ
এই মাটির ভাঁজে ভাঁজে জমে ওঠা খরা
বিস্তীর্ণ বিকলাংগ কুৎসিত জরা
নাই যদি জানো, কেন দুর্বা জাগেনি?
কেন সবুজ হয়নি পাতা?
এ তোমার পূর্ব পুরুষের ক্ষমা
উত্তর পুরুষের নির্লিপ্ততা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।