পাখি এক্সপ্রেস
এক লালনের লুটিয়ে পড়ায় জোরসে করতালি
জয়ের শিঙা ফুঁকে শয়তানের দল।
চেহারায় নূরের ঝলক দ্যাখে বেহেশতী ভেলকী!
মূর্তি করেছে ধ্বংস
বেহেশত হচ্ছে পোক্ত;
কোরাস কন্ঠে উল্লম্পের গান
বাংলা হবে আফগান।
রবীন্দ্র-নজরুল, মিনার-স্তম্ব, শিখা চিরন্তন
এটেনশান! এটেনশান!!
মুদ্রার এ পিঠ
সরে যাবে অপরাজেয়, শিখা চিরন্তন
মুছে যাবে দেয়ালিকা যতো বুকের মাটিতে
মিনার, স্তম্বসব মাথা খেয়ে পড়লো...
অত:পর ?
সাদা সাদা শয়তান কাকতাড়ুয়ার মতো
এখানে সেখানে মোড়ে, কোণে
চৌমুহনা, তেমোহনায় দাঁড়িয়ে থাকলো!
ধর্ষক শ্বাপদের গোরের পাশে মুসাফির ডাকলো-
আসসালামুআইলাইকুম ইহ আহলাল কবুর
বেহেশতী ফুলে ভরলো রাজাকার মাজার।
শরাবাতরের আশ্রাফী ঘ্রানে ইসলামী প্রজাতন্ত্রের
কোথাও লালন-হাসন-আব্বাস-আলীম নেই!
... সাদা সাদা শয়তান স্বপ্নে বিভোর।
মু্দ্রার ওপিঠ
শানপাথরে শানের শব্দ হাঁতির ডাকের মতো
আকাশ ধরছে- দিনের শুরু থেকে শেষ
কেবলই ঝড়ের প্রস্তুতি। রক্তচাপ উর্দ্ধমূখী
নভোজানের মতো; অসহায়ের ঘৃনার জমিন
উর্বরতা ফিরে পাচ্ছে...
অশ্বগতির শাণিত যুবা ছুটে আসছে,
নিভে যাচ্ছে অমাবস্যার চাঁদ।
এখন কি আর আঙ্গুল চোষার সময় আছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।