আমাদের কথা খুঁজে নিন

   

এই বার নির্বাচনে

পরিবর্তনের জন্য লেখালেখি

কি জামাত শিবির ক্ষমতায় যাচ্ছে ? আমি পৈতে কাটা চেনা বামুন জামাত শিবিরের কথা বলছি না । বলছি সেই সব ছুপা জামাতীদের কথা যারা সুশীল, ধর্ম ও সংস্কৃতির ব্যাপারে প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক , কিংবা " রাজনীতি খায় না মাথায় দেয় ?" ধরনের নিরীহ চেহারা ধারন করে সমাজের বিভিন্ন স্তরে শিকড় গেড়ে বসেছে । কয়টাদিন ধরে বড় অশান্তিতে আছি । বাংলাদেশের কথা চিন্তা না করে নিজের চরকায় তেল দিলে আমার নিজের জীবন অনেক সাজানো গোছানো হতে পারে । বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেও থমকে আছি ।

কয়েকটা শুরুই করতে পারিনি । স্বামী প্রবর সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাকে কাজে জড়াতে । আমি নিজেও তার কোন প্রশ্নের জবাব দিতে পারছি না । কি করে বোঝাবো আমার হাত পা চলছে , কিন্তু বিবেকের দংশনে , চেতনার বিষ আমাকে পঙ্গু করে দিয়েছে । আমি ডিজ -এবেল্ড চিন্তায় , চেতনায় , মননে।

মনের দিকে তাকালে আমি ধুকতে থাকা আই সি ইউ দেখি , নিস্তেজ বিষন্ন এক যোদ্ধাকে দেখি , যে যুদ্ধের ময়দান ছেড়ে এলে চার দেয়ালে অফুরন্ত আরামে শান্তি পায় না , মুক্তি খোঁজে ! অনেকদিন আগে একটা কবিতায় লিখেছিলাম " আমাদের সবার মনে প্যারালাইসিস"। বার বার করে একটা বানী মনে পড়ছে । " খারাপ মানুষ সমাজে খারাপ কাজ তখনই করতে পারে যখন খারাপ মানুষরা বেশি সক্রিয় হয়ে ওঠে - তা নয় ; যখন ভালো মানুষেরা নির্লিপ্ত হয়ে পড়ে। " আমরা কি নির্লিপ্ত হয়ে পড়ছি ? ব্র্যাকের মানুষ হত্যা । লালন - আবহমান বাংলার প্রতীক- কে অপমান ।

একে একে চোর, ডাকাত, খুনী , যুদ্ধাপরাধী নেতাদের (সব দলেরই) বিনা বিচারে মুক্তি । ঢাকা বিশ্বাবিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের আস্ফালন । যা কিছু বাংলা-দেশ, জাতি, ঐতিহ্য , সংস্কৃতিকে ধারন ও লালন করে তাদের মুছে ফেলা , বিকৃত করা , বিক্রি করে দেওয়া। আমরা কি নিজেদের হত্যা করছি ? মাত্র ৩৭ বছরের ভিতর একটা স্বাধীনতা একটা জাতি একটা দেশ এক সাগর রক্তের অবদান হারিয়ে যাবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।