আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি, বলো, আসবে ? --- বাপ্পা-ফাহমিদা

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

তুমি কি, বলো, আসবে ? পথভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হবো দু'জন সাথী। ও ও ও...তুমি কি, বলো, আসবে ? পথভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হবো দু'জন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভোরে আমারি মন ভাঙ্গা ঘরে রোদেলা দিন ফাগুন হবে? তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে ঠোঁটে বোনা সুখের - বসতি ? তুমি কি ভুল বোঝা প্রহর গানেরি সুর ভোলা রাতে আমারি বেদোনা মুছে কিছু গোলাপ দেবে হাতে ? তুমি কি হবে অনেক আশা মেঠো পথে জ্বলা প্রদীপ - জোনাকি ? তুমি কি, বলো, আসবে ? পথভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হবো দু'জন সাথী । ও ও ও...তুমি কি, বলো, আসবে ? পথভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হবো দু'জন সাথী। ------------------------------------------ শিল্পীঃ বাপ্পা মজুমদার - ফাহমিদা নবী এলবামঃ একমুঠো গান ------------------------------------------ গানটি রিয়াজ শাহেদের সৌজন্যে পাওয়া...তাই ধইন্যাপাতার সিংহভাগ তারই পাওনা। গানটি শুনতে পাবেন এখানে --------------------- ছবি কৃতজ্ঞতাঃ গুগোল চিত্রানুসন্ধান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।