আমাদের কথা খুঁজে নিন

   

ঘটি সমাচার

"হার্টলেছ"

আমার এক আত্মিয়ের ওয়াইফ হলো ঘটি (এটা আত্মিয়ের কথা, আমার উপর ঘটি ওয়ালারা রাগ করবেন না কিন্তু)। ঘটি নামের সাথেও আমি পরিচিত ছিলাম না। পরে জানলাম ইন্ডিয়ার লোককে (যারা এই দেশে বসবাস করে এবং তাদের পরবর্তী প্রজন্ম) এই ঢাকায় ঘটি নামে আখ্যায়িত করা হয়। তো যাই হোক ঐ আত্মিয়ের এক ভাই আজ আমার বাসায় এলো। কথা প্রসঙ্গে এল ঘটির কথা।

সে যা বললো তা শুনে তো আমার আক্কেল গুড়ুম। রমজান মাসের প্রথম দিকে আমার ঐ আত্নিয় একটা রুহ্ আফজা সরবত আনে বাসায়। সেই সরবতের নাকি এখনও বোতলের সরু আংশের ভাগও শেষ হয় নাই। আমাকে আরো বলা হলো আগামী ১০ টা রমজান মাসেও নাকি ঐ বোতল শেষ হবে না। ইহা আমি কি শুনিলাম!!! শুনিয়া তো হাঁসিতে হাঁসিতে দম ফুরাবার অবস্থা।

মানুষ এত কৃপন হয় কি করে। ঐ দেশে (কলকাতা) কোন আত্মিয়ের বাড়ীতে যাওয়ার সময় যে মিষ্টি নেওয়া হয় তা নাকি আত্মিয়ের বাড়ীর সদস্যের সমপরিমান। ইহাও কি সম্ভব? এই বিষয়ে আমার খুব কৌতহল লাগতাছে। পাঠক ভাইরা, আপনাদের কাছে আরও তথ্য থাকলে জানানোর জন্য বিশেষ অনুরোধ রইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।