দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
আজ সকালে তোলা অপরাজেয় বাংলার ছবি। ওভারল্যাপে চারুকলা'র দেয়ালে টাঙ্গানো প্রতিবাদঃ আসুন শিল্প কর্মের ওপর ধর্মান্ধ অপশক্তির কালো থাবা প্রতিহত করি-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ ভোরের সূর্যোদয়ের আগেই স্বাধীনতার স্বারক ভাষ্কর্য্য অপরাজেয় বাংলার চোখ বেধে দেয়। যে দেশের মানুষ সমস্ত কুপমন্ডুকতাকে পরাজিত করে নিজেদের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য জীবন বাজী রেখে ছিল এক দিন। সেই দেশে স্বাধীনতার ৩৭ বছর পরে আজো যখন আমাদের সংস্কৃতি কুপমন্ডুকতার স্বীকার হয়। বাংলাদেশের পরাজিত শত্রুরা লেজ উচিয়ে, দাঁত কেলিয়ে, গোফে তাদিয়ে ঘুরে বেড়ায়! এমন বাংলাদেশের জন্যত শহীদ হননি আমাদের তিরিশ লক্ষ স্বজন!
কি জবাব দেবে আজকের তরুনেরা সেই সকল অকুতো ভয় বীর যোদ্ধাদের। যারা এক দিন উৎসর্গ করে ছিলেন তাদের সুন্দর বর্তমান। এই বাংলাদেশ দেখবার জন্যে!
লজ্জিত বাংলাদেশ তাই আজ তাই আজ ঢেকে রাখে বীরের চোখ! জন্ম ভূমীর এই চেহারা ওরা দেখলে কষ্ট পাবে, আহত হবে।
ওরা এক দিন নিজের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়ে ছিল, আমরা কি তা রক্ষা করতে পেরেছি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।