আমাদের কথা খুঁজে নিন

   

ভাই সাহেবকে পাওয়া যাচ্ছে না আর একটা দাদীর গল্প

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

এইবার তো আর ভাইয়াকে পাওয়া যাচ্ছে না সত্যিই। মোটেও মিথ্যা কথা না। বিশ্বাস করুন প্লিজ। প্লিজ।

উনাকে পাওয়া যাচ্ছে না। জাতি হতাশার মধ্যে ডুবেছে। এখন কে দিবে আশা, কে দিবে ভরসা। ভাইয়া ইদানিং কোন মিটিং এ অংশগ্রহন করছেন না। তাহলে উনি কি অসুস্থ? নাহ! ওনাকে কোন হাসপাতাল বা নার্সিং হোমেও (!) নাকি পাওয়া যাচ্ছে না।

তারমানে ভাইয়া অসুস্থও না। তবে উনি কোথায়? বাসাতে বেশ কয়েকবার খোঁজ খবর নেওয়া হয়েছে। বাসার কেউ বলতেই পারছেন না ভাই সাহেব কোথায় গেলেন। তবে কি উনি অদৃশ্য হওয়ার সেই ট্যাবলেট খেলেন? ঐ যে ঐ সিনেমার মত। ইনভিজিবিলিটির ট্যাবলেট।

সে সবাইকে দেখে কিন্তু তাকে কেউ দেখতে পায় না। কি আশ্চর্য? তাইনা? ভাইয়ার কোন বন্ধু-বান্ধবও বলতে পারছেন না, উনি কোথায়? তবে ওনাদের চিন্তিত মনে হচ্ছে না তার নিখোঁজ হওয়ার সংবাদে। জাতি আজ হতাশাগ্রস্থ। কাঁচাপাকা দাড়ির ভাইয়া যখন কথা বলত তখন দেখতে খুব ভালো লাগতো। আমার আবার হঠাৎ করেই একটা গল্প মনে পড়ে গেলো।

গল্পটা এইরকম। এক গ্রামের এক হুজুর নদীর ধারে সবাইকে ডেকে নিয়ে গাছের নীচে বসিয়ে দু-চারটা কথা বলছিলেন। সামনে গ্রামের সব চাষা-ভূষা খেটে খাওয়া মানুষ। আর একদম শেষ দিকে এক বুড়ী দাদী বসে ছিল। উনিও শুনছিলেন।

হুজুর কথা বলেই যাচ্ছিলেন। কিন্তু তার কথা বার্তা গ্রামবাসীর মনে কোন প্রতিক্রিয়া আনছিল না। সবাই অলসের মত বসে ছিল। তো হুজুর মাঝে মাঝে হুংকার ছাড়ছিলেন। "কি মিয়ারা, এত কথা কথা কই, কিন্তু কোন হু হা করেন না।

ব্যাপারটা কি?" এরই মাঝে হঠাৎ করে সেই পিছনের বুড়ীদাদী কান্নার শোনা গেলো। তখন হুজুর চিৎকার করে বলল, "দেখেন মিয়ারা আপনারা কেউ আমার কথার মাজেজা বুঝেন নাই কিন্তু ঐ বুড়ীদাদীই আমার কথা বুঝতে পারছে। " তখন সেই বুড়ীদাদী চিৎকার করে বললেন, "চুপ কর মরা, আমি কি তোর কথা শুইনা কান্তাসি, কান্দন আইতাছে, আমার একটা ছাগল ছিল, তোর দাড়ি দেইখা আমার সেই ছাগলের কথা মনে পইড়া গেল। তুই কথা কইতাছস যখন তোর দাড়ি নড়তাছে, আমার ছাগলডা কাঁঠাল পাতা খাইলে ঐ রকম কইরা হেইডার দাড়িও নড়তো। বেকুব আমি তোর কথা শুইনা কান্দাসিনা রে।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।