কর্মী
——–
মনিব তুমি , আমি ভৃত্য
তোমার কথায় করি
নৃত্য
সকাল থেকে রাতে বেলা
কাজে
নাইকো অবহেলা
কস্ট, দুঃখে হৃদয়
ভরা
হাসি-খুশির আছে খরা
তবু আমি
স্বপ্ন দেখি
মাস শেষে যে আসছে খুশি
আশায় আছি, মাসের শেষে
মজুরীটা দিবে এসে
মনিব এলো এবং গেল
আমার পাওনা , পাওনাই রইলো
আজকে সবার ভীষন মজা
কাজ নাই তাই সবাই
রাজা
হেসে তারা জানতে চায়
কত পেলে
তুমি ভাই?
দেয় না জবাব, চুপটি
থাকি
আমারটা যে আজো বাকি
===============================
শূন্যতা
————
বেচে থাকাটাই এক অভিশাপ
শুনেছিস কি
ওহে আমার জীবন,
সকাল – সাঝে তোর কাছে
চাইছি যে তাই মরন।
আয়নায় তোকে দেখে
আতকে উঠি
পাইনা কোন হিসাব,
আয়না টা
তুই সরিয়ে দে
জীবনটা যে এক অভিশাপ।
তোকে খুজতে গিয়ে আমি
নিজেই গেলাম
হারিয়ে,
সব হারিয়ে, শূন্য আমি
একা
থাকি দাড়িয়ে।
তানা হলে যত ছিল আশা
ছিল যত বিশ্বাস,
দে ফিরিয়ে প্রানটা
ভরে
নিতে চাই সজীব নিশ্বাস।
তাই
যদি তুই না পারিস
তবে একটা কথা শোন,
আর দেরি নয় ওহে জীবন
করে দে তুই আমায়
খুন।
================
বর্ণচোরা
———
এমনতো না যে আমার কোন দুঃখ
নাই
হ্যা ,এটা সত্য যে আমার চেহরা্য় তার কোন আভা নাই
তুমিও তো দেখি, এখন আমাকে করো অনুসরন
আমার না হয় ছিল অনেক সীমাবদ্ধতা
ছিল
কিছু দায়বদ্ধতা,তোমার তা ছিল অজানা
এমনতো না যে আমার কোন
দুঃখ নাই।
এখন দুঃখ আর খুশির কোন
পাথ্যর্ক বুঝি না
সব একই রকম অনুভূত হয়
শুনেছি তোমার বেলায় এমনটি নয়
হৃদয়ের
কাদা মাটি শুকিয়ে হয়েছে শক্ত
যদিও দেহটার উপরি ভাগ দেখে তা
যায় না বুঝা
এমনতো না যে আমার কোন দুঃখ নেই।
বেচে আছি , আছি বেশ, ভিতরটা যে মৃত
সবার চোখে, এই রুপটা আছে লুকায়িত
এমনকি
তা তোমার কাছে পড়ে না তো ধরা
তুমিতো প্রানাবন্ত, আছে
প্রানের উচ্ছাস
আমার এই জীবনটা আজ মৃতের চেয়ে নয় কম
এমনতো নয় যে আমার কোন দুঃখ নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।