সব ক'টা জানালা খুলে দাওনা...
আজকের স্টিকী পোস্ট দেখে এই ব্লগ না লিখে পারলাম না...
আমার ব্লগের শিরোনাম টি আশা করি যারা কোরান শরীফের বাংলা অনুবাদ পড়েছেন তারা বহুবার দেখেছেন।
কুরআন একটি পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা...আল্লাহ এখানে বলে দিয়েছেন যাবতীয় সমস্যার সমাধান এবং বলে দিয়েছেন আমাদের চিন্তা করতে কারণ চিন্তা করতে পারি বলেই আমরা মানুষ।
এখন আসা যাক প্রসঙ্গে...
একটা ঘটনা যখন ঘটে তখন তা একদম ই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ঘটার সম্ভাব্যতা খুবই কম থাকে। একটা ঘটনার সাথে জড়িত থাকে পুর্বের ও সমসাময়িক অনেক ঘটনা। একটা কিছু যা অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয় তখন যারা তা ঘটায়, তারা এটা ভেবেই ঘটায় যে তাতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে।সুতরাং আমরা যারা এই দেশটাকে ভালোবাসি তারা কি পারিনা একটু চিন্তাশীল হয়ে পরিস্থিতি বিবেচনা করতে?
আমরা যদি নিযেদের মধ্যেই এত বিভেদ নিয়ে থাকি তবে আমরা সামনে এগোবো কিভাবে?
আমরা একটু গঠনমুলক আলোচনা করলে এই ব্লগ সাইটগুলো স্রেফ কাদা ছোড়াছুড়ির জায়গা না হয়ে ভবিষ্যতে বাংলা তথ্যের জন্য এক একটা তথ্যভান্ডার হতে পারে।
সবাইকে পড়ার জন্য ধন্যবাদ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।