বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আজ ১৬ই অক্টোবর। আজ সুনীল সমূদ্র'দার জন্মদিন। আজ একটি বিশেষ একটি দিন আপনার জীবনে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
আসলেই সব মিলিয়ে প্রচন্ড আবেগময়, স্বপ্নচারী, কম্পিউটারপ্রেমী একজন মানুষ আপনি, সকল রহস্যময়তার প্রতি আপনার রয়েছে অপার ঝোঁক, সমুদ্রের মতো বিশাল একটি মুক্তমন। যে মনে বসবাস করে হাজারো স্বপ্ন। আর ওগুলোতে বাস্তব রূপ দেয়ার যত নিরন্তন চেষ্টা আপনার। ভালো লাগে সব কিছুই, ভালো লাগে সেসব আপনার নির্ঝর কবিতার মতই।
সমূদ্রের মত বিশাল ঢেউও হার মানে আপনার কর্মের ব্যাপ্তির কাছে।
একেকটি জন্মদিন যেন একটি বছর চলে যাওয়া, অন্ততঃ এবেলায় এসে হয়ত ভাবতে পারেন। কিন্তু না, এই একেকটি দিন আরো নতুন নতুন কাজ করার স্পৃহা যোগাবে আপনাকে সেটাই কামনা করি। কারণ এখনও অনেক পেতে বাকী আছে আমাদের, আপনার কাছ থেকে। তাকিয়ে আছি সেই পানে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।