sawhir@yahoo.com
লেজে. হু.মু. এরশাদ ও আমি (জেসন)
জেসন: জি এরশাদ সাহেব বলুন নিউ জেনারেশন নিয়ে দেশ চালানোর কি পরিকল্পনা?
এরশাদ: জেনারেশনের চিন্তা করি না, তবে নতুন একটা আইডিয়া নিয়া নামতাছি। এইবার এমন পদ্ধতি অবলম্বন করছি কেউ বুঝবার পারব না।
জে: হুমমম, বুঝলাম, কিন্তু নিউ পদ্ধতি টা কি একটু খুলে বলবেন।
এ: বলা যায়, তবে কোথায় ফ্লাশ করা যাবে না।
জে: ওকে, খুইলা কন, ব্যপারটা কি।
এ: একটা যন্ত্র আবিষ্কার হইছে হেইডা কিন্না সব ঝামেলা দুর কইরা ফালামু।
জে: কি যনত্র খুইলা কন না মিয়া।
এ: এইটা এমন একটা যন্ত্র যা দিয়া দুর্নিতি বাজ সিলেক্ট করা যাইব।
জে: কি কন, এই যন্ত্র কেডা আবিষ্কার করল?
এ: আমি নিজে।
জে: আপনি!!! বিশ্বাস হইতাছে না।
এ: দাড়ান আপনাকে প্রমান দেখায়া দিতাছি।
জে: (পকেট থিকা কি জানি বাইর করল, কাইরা আমাকে ধরতে দিল, আমি ধরে বসে রইলাম) কই কিছুই ত হইতাছে না।
এ: দেন আমার কাছে দেন। জেসন সাহেব আপনি দূর্নিতি বাজ না, আমার মেশিন যাচাই কইরা এই উত্তর দিছে।
জে: দেন ত আমাকে মেশিন টা আমি আপনাকে পরীক্ষা করি?
এ: নিন!
জে: আপনি ত.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।