আমাদের কথা খুঁজে নিন

   

এসো গান শিখি ...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

খালামণি : কেমন আছো তোমরা সবাই ? সবাই (বাচ্চারা) : স্লামালেকুম খালামণি; আমরা ভাল আছি। খালামণি : খুব ভাল; মিঠু-মন্টি কেমন আছো ? মন্টি কোথায়! দেখা যাচ্ছে না কেন ! মিঠু-মন্টি : খাঁলামনি, এই যে মন্টি ; স্লাঁমালেকুম । আঁমরা ভাল আছি । আঁপনাকে খুব সুন্দর লাঁগছে খাঁলামনি। খালামনি : আচ্ছা, আর দুষ্টুমি নয় ।

আজকে আমরা সব পুরোন গানগুলো ঝালাই করব । দেখি কেমন মনে আছে তোমাদের; সবাই গাও আমার সাথে...১,২,৩ (ফিসফিসয়ে)... ক-এ কলা , খ-এ খাই এতো বেশী খেতে নাই..সবাই বলো ওওও সমস্বরে : ক-এ কলা , খ-এ খাই এতো বেশী খেতে নাই গ-এ গরু, ঘ-এ ঘাস কত ঘাস খেতে চাস ঙ বলে কোলা ব্যাঙ সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ ক খ গ ঘ ঙ....। । (ডবল দাড়ি; খিয়াল কৈরা কিন্তু) খালামনি : বাহ! সবার মনে আছি দেখছি ! খুব ভাল ...এসো এবার পরের গানে যাই - জাদুর পেনসিল, আহা জাদুর পেনসিল আমার থাকতো যদি এমন একটি জাদুর পেনসিল....সবাই বলো ওওওওও সমস্বরে : জাদুর পেনসিল, আহা, জাদুর পেনসিল আমার থাকতো যদি এমন একটি জাদুর পেনসিল তাতে যা আঁকা যায়, যদি সত্যি হতো তবে হাতের মুঠোয় পেতাম রে ভাল বিশ্বনিখিল । ।

(ডবল দাড়ি) খালামনি : বাহ! এবার একজন একজন করে ..অন্তরাটুকু...তুমি বলো ... জনৈক বাচ্চা : খিদে পেলে সে পেনসিলে মিঠাই মন্ডা আঁকতাম তারপরে ভাই পেটটি পুরে খেতাম এবং চাটতাম রসে ভরা রসগোল্লা, খাজা-গজা কালো জাম তোমাদেরও খানিক দিতাম হয়ে দরাজ দিল .... খালামণি : সবাই বলো ..ওওওও সমস্বরে : জাদুর পেনসিল , আহা, জাদুর পেনসিল .... খালামনি : খুব ভালো হয়েছে, তোমারদের মনে আছে সব দেখি ! এবার আমরা আরেকটা গান করব - ছোট্ট কণা থেকেই তো হয় গোলাপি মুক্তো ...ওও....সবাই ....ছোট্ট.... সমস্বরে : .... কণা থেকেই তো হয় গোলাপী মুক্তো, .... ..... গড়েই তোলে .... ঝিনুক তো...ওওওও । । (ডবল দাড়ি) খালামণি : কথায় কেউ কেউ গোলামাল করছো; স্বপন, তোমার গানের কথা ভুল হচ্ছে এইখানে (Click This Link), খাতা খুলে দেখো (http://www.somewhereinblog.net ) .... আবার গাই ঠিক করে সবাই ... ছোট্ট কণা থেকেই তো হয় গোলাপী মুক্তো, তিলে তিলে গড়েই তোলে তাকেই ঝিনুক তো...ওওওও । । (ডবল দাড়ি) খালামণি : বাহ ! অন্তরা গাইতে গাইতে বাড়ি যাবো আমরা ..... সমস্বরে : দেহের কোথাও আটকে গেলে বালু কিনবা ওমনি কিছু ঝিনুক তাকে রুখতে তখন যায় লেগে ভাই ভীষণ পিছু বলে দেখি সাহস কেমন আছে একটু এগুক তো...ওওও... ---------------------------------- [পুনশ্চ : এ পোস্টে মন্তব্য স্বরূপ শুধুমাত্র ভিন্ন ভিন্ন ইমোটিকনের ব্যবহারকে উৎসাহিত করা যাইতেছে।

উদাহরণস্বরূপ : বিশেষ আইকন : স্বর্বস্বত্ত্ব সংরক্ষিত (শুধুমাত্র লেখক কর্তৃক ব্যবহৃত হইবে) : ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।