আমাদের কথা খুঁজে নিন

   

ছিঃ ফখরুদ্দিন!!!!আপনার জন্য লজ্জা হচ্ছে!!!!!(ফান কাম ব্রেকিং নিঊজ)

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

বিডি নিউজ়ঃ জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সংলাপে দলের অন্যতম নেতা হিসেবে হুলিয়া মাথায় নিয়েই দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ফখরুদ্দীন আহমদসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। ##### অন্যদিকে আমাদের দৈনিক সঙ-কেজ়ি (গ্রাম) প্রতিনিধি জানিয়েছেঃ হারিয়েছে...হারিয়েছে... গত ৪ দিন আগে নিজ বাসা থেকে বাংলাদেশ (পায়জামা)-তী ইসলামী এর সেক্রেটারি জেনারেল (যদিও কাজ কামে অসাধারন) আলী আহসান জুতা-হিদ হারিয়ে গেছেন।হারানোর সময় উনার পরনের পায়জামার ফিতাটি ব্লু ফিল্মের ফিতা দিয়া বান্দা ছিল।যদি কোন স্ব হিদয়বান মানু তার খুজ পান তয় পায়জামা-তী ইসলামীএর কার্যালয়,মগ(ডাল)বাজারে খবর দেয়ার জন্য অনুরুধ করা হইয়েছে। ................নিজস্ব প্রতিবেদক বিদ্রঃতবে বিশ্বস্ত সুত্রে জানা গেছে উনি বাংলাদেশে ইসলাম প্রচারের অনন্য অবদান রাখায় সয়ং খুদা তালা উনারে বিশেষ বর দিয়াছেন,তার বদৌলতে উনি আসলে শত্রুদের হাত থেইকা বাচার লাইগা অদৃশ্য হইয়া আছেন,যখন প্রয়োজন হইতাছে উনি দৃশ্যমান হইতাছেন।তাও সভা সমাবেশে।তাই পুলিশ উনারে খুইজা পাইতাছে না। ****************************************************************************************** হাসি তামাশা যাই করি না কেন,যে সরকারের পুলিশ বাহিনি আসামিকে খুজে পাওয়া যাওতাছে না বলে আদালতে প্রতিবেদন দেয়,সেই সরকারের প্রধান সেই আসামির সাথে বৈঠক করে!!!!!!!!!! এই ফখরুদ্দিনের কি আর কোন নৈতিক অধিকার আছে দুর্নীতি সংস্কার ইত্যাদি নীতি কথা বলার?????????????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।