আমাদের কথা খুঁজে নিন

   

পাক বড়লোক জামাই

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

বুকের ভেতর যত্ন করে নামটি তোমার লেখা, হাসির পিঠে সেই বুকেতে আঁকলে দুখের রেখা। `চাকরি ছাড়া নয়তো বিয়ে' বলত তোমার বাবা, তাইতো আমার এই বয়সে সঙ্গী শ্রমের থাবা। শিক্ষা শেষে একটা ভালো চাকরি যেনো পাই, সব ছেড়ে তাই দিন-রাত্রি শুধুই খেটে যাই। বন্ধুরা দেয় আড্ডা এবং এদিক সেদিক ঘোরে, সময় আমার কাটে দেখো খবর খোঁজার তোড়ে। চাও না তুমি তাইতো আমি সব করেছি হাওয়া, বান্ধবীদের মজার আড্ডা হয়না গো আর পাওয়া। রাত ১২টা বাজলে আমার ফোন রাখি না বিজি, তোমার জন্য ছিলাম আমি সব ছাড়তে রাজি। এতো কিছু ছাড়লাম তবু ছাড়লে তুমি আমায়, রইলো দোয়া তোমার বাবা পাক বড়লোক জামাই। ১৪ অক্টোবর, ২০০৮। রাজশাহী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।