সকালে অফিসে আসতে এফ এম-এ শুনলাম আজ পূর্নিমা। তার মানে আজ রাতে চাঁদ উপুর করে ধরবে তার রূপোর থালাটি, অকৃপন ঝরবে অমল ধবল জোৎস্না.... ঢাকা শহরে যদি তখন লোডশেডিং হয়, বহুতল হাই-রাইজ গুলির ফঁাক গলে সেই রুপোলী চাদর নেমে আসবে ঢেকে দিতে এই মহানগরকে। আর যদি বিশাল প্রান্তরে নেমে আসে জোৎস্নাপরী.. আহ কি অপরূপ সেই আলো...মনে হয় জোৎস্না গায়ে মাখি, চামচ দিয়ে কুরে কুরে খাই জোৎস্না.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।