আগে স্যারের পরিচয় দেওয়া উচিত। ক্লাস নাইনে স্যারের কাছে আমরা ইংরেজি পড়তাম। উনি ছিলেন এইডেড স্কুলের..................
প্রাক কথা
ক্লাস এইট থেকে নাইনে উঠেছি মাত্র। আম্মু একদিন বলল, "ইংরেজি কার কাছে পড়বি?"
আমি বললাম, " আমি কি জানি, উরমিকে জিজ্ঞেস কর"। উরমি হচ্ছে আমার বড় বোন।
ও আম্মুকে বলল ওর এক টিচাররের কথা, আমি না করে দিলাম, " তোর এই স্যারকে আমার পছন্দ না, অন্য কাউকে পেলে বল। " তখন আবু হেনা স্যারের কথা বলল। উনি অবশ্য ভাল স্কুলের টিচার না ( আমি পাইলটে পড়তাম, এইডেড ছিল গুন্ডা বদমাশদের স্কুল, ফালতু সব পোলাপান পড়ত এইডেডে, যাদের কাজ ছিল কেবল মারামারি করা, মাস্তানি করা )। আম্মু বলল, "চল তোকে ভরতি করে দিয়ে আসি, পরে সিট পাবি না। " আমি বললাম, " তুমি যাও, আমার খেলা আছে।
" বলে বাসা হতে পালালাম।
অবশেষে ভরতি
আম্মু স্যারের বাসা খুঁজে বের করতে পারেনি, স্যারের বাসা নাকি জংলার মধ্যে। আমার আগ্রহ আরও বেড়ে গেল স্যারের প্রতি। তাই আব্বু কে নিয়ে স্যারের কাছে ভরতি হতে গেলাম এক সন্ধায়। স্যার বলে তুমি এত কষ্ট করে পড়তে আসবা, তোমার কোন সাইকেল নেই............বাদ দাও।
স্যারের কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম যে ভাবে হোক, ওনার কাছেই পড়ব.........কথা ফাইনাল হল শনি, সোম, বুধ বার সকাল ৭ টা হতে যেতে হবে।
( যদি কারো ভাল লাগে তবে পরে আবার লিখব। ক্লাস আছে সকালে............)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।