কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
প্রাচীন শহর হতে জোছনা সদাই করে তৃণমূল ঘরে ফিরি বিমুগ্ধ মানুষ
ভূগোলের ভ্রান্তি কিবা-
যদিবা মানুষ সকল
কেবল একটি শ্রেণীর তরে-ই নিপতিত হই।
বিষুব রেখায় বসি
তুমুল লোক হেথা একটি শ্রেণীর তরে কবিতা পড়ি,
গল্প তো নিকট বোন- বুদ্ধির দয়িতা হয়ে
বিবিধ মননে সহজ সিনেমা বানায়,
অথবা ডায়ালগে ফরমাল মত-
মধ্যবিত্ত রূপে অচেতন মঞ্চস্থ হয়ে পড়ি কথ্য নিয়নে।
ক্রণলোজীক্যালী
আমরা সকলে মিলি একটি শ্রেণীর তরে নিপতিত হই।
ভাবি, যাপনের নৃত্য নিয়ে মূদ্রার্থ থাক,
সকলে তো সুবোধ আছি বরং- শ্রুতিতে নৃত্যগানে বিমুগ্ধ রকম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।