আমাদের কথা খুঁজে নিন

   

১৭ অক্টোবর প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার এ কে আনাম স্মরণে শ্রীমঙ্গলে শোকসভা



আগামী ১৭ অক্টোবর শুক্রবার ২০০৮ প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার এ কে আনাম স্মরণে শ্রীমঙ্গলে শোকসভাঃ আগামী ১৭ অক্টোবর শুক্রবার ২০০৮ ইং বেলা ২ ঘটিকায় প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার এ কে আনাম স্মরণে শ্রীমঙ্গলে পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।। উক্ত নাগরিক শোকসভায় আপনিও আমন্ত্রিত। উল্লেখ্য যে, বহুমূখী প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট গীতিকার এ কে আনাম (৬৮ বছর) ২৬ শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১০.০০ মিঃ-এর সময় আমেরিকার নিউইয়র্কের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা ও বিরোধী দলীয় সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ এমএ শহীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুজাফর আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক আব্দুল আহাদ মিনার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা সম্পাদক সন্তোষ দে, বিশ্বসাহিত্য কেন্দ্র শ্রীমঙ্গল শাখার কর্মী কবি আজম মিজান, সাংবাদিক আব্দুল হান্নান চিনুসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। 'সুরমা নদীর তীরে আমার ঠিকানারে/ বাবা শাহজলালের দেশ সিলট ভূমিরে' অথবা 'ও সোনার চান্দেরে/ ও মায়ার চান্দেরে..., 'বিজয় দেখিলাম/ উনিশ শ' একাত্তরের ১৬ ডিসেম্বরে... ' সহ অজস্র জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার এ কে আনাম। প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার এ কে আনাম স্মরণে লেখা আহবানঃ প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার এ কে আনাম স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত স্মারকগ্রন্থে প্রকাশের জন্য সুধী মহলের বিশেষ করে তার সাথে সংশ্লিষ্টদের লেখা আহবান করছি। লেখা পাঠানোর ঠিকানাঃ সৈয়দা তাহমিনা বেগম সীমা কলেজ রোড বসুন্ধরা আবাসিক এলাকা শ্রীমঙ্গল E-mail:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।