নাসির খান সৈকত
যারা ব্রডব্যান্ড ইন্টারনট ব্যাবহার করেন তারা অনেকেই ইন্টারনেটের মাধ্যমে মুভি ডাউনলোড করেন। আবার অনেকেই আছেন যারা বিভিন্ন সময় মুভি সংগ্রহ করেছেন যেগুলা .avi বা DivX ফরম্যাট-এ। এগুলা সিডি বা ডিভিডিতে কপি করা হলে সেগুলা সাধারন সিডি বা ডিভিডি প্লেয়ারে চালানো যায় না ।
এই সমস্যার সমাধান পেতে পারেন Avi2DVD সফটওয়্যারটি ব্যাবহার করে। এটি দিয়ে Avi বা DivX ফরম্যাটের ফাইলটি ডিভিডি/ সিডি ISO ফরম্যাটে পরিবর্তিত হয়। এই ISO ফাইলটি যেকোন সিডি বা ডিভিডি বার্নার দিয়ে বার্ন করা যাবে এবং এটি সব ডিভিডি/সিডি প্লেয়ারে চালানো যাবে ।
এই সফটওয়্যারটি ব্যাবহার করা অনেক সহজ এবং একটি ডিভিডিতে যে গুলা অপশন থাকে যেমন সাবটাইটেল, ডিভিডি অপশন ইত্যাদি যুক্ত করা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।