তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
গতকালকে আতংকিত ছিলাম। আজ আমি বিধ্বঃস্ত।
এটা সত্যি যে তাকে রাজাকার বা প্রতিক্রিয়াশীল বলার মত যথেষ্ট প্রমাণ আমার হাতে নেই। তবে যখন স্বীকৃত রাজাকার বর্ণ, বিবেক সত্যি, আওরঙ্গজেব, মাইনুল, ১৯৭১ আমার চেতনা এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি আবিভূত হন এবং তাদের রক্ষা করার চেষ্টা করেন তখন তাকে রাজাকার বলাটা আসলেই খুব অন্যায় হয়ে যায়। বরং তাকে বলা উচিত রাজাকার সরদার।
প্রায় বারো মাস আগে ব্লগ লেখা শুরু করি। তখন কাউকে চিনতাম না, জানতাম না। । অন্যের পোস্টে তেমন কমেন্টও করতাম না। শুধু নিজের লেখাগুলো নিয়েই ব্যস্ত থাকতাম।
আমি আসলে এমনই, আত্মকেন্দ্রিক। তবে ব্লগে প্রতিক্রিয়াশীল আর রাজাকারদের ব্যাপক আনাগোনায় এই আত্মকেন্দ্রিকতা দূর করতে বাধ্য হলাম। দেখতে পেলাম, অনেকেই এসব প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে কথা বলছেন। আমিও তাদের সঙ্গী হলাম।
আজ এক বছর পরে এসে মনে হয় এই আন্দোলন, প্রতিবাদ সবই সাজানো।
সবই লোক দেখানো। আমি সত্যিই বিভ্রান্ত যখন দেখি এই মহান পৃষ্ঠপোষককে আড্ডায় দেখতে পেয়ে অনেক ব্লগারই খুশিতে আপ্লুত হন এবং প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট প্রেরণ করেন। যখন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেউ বলে ওঠেন তথাকথিত পৃষ্ঠপোষককে প্রথমবারের মতো দেখতে পেয়ে তিনি শিহরিত হয়ে ওঠেছিলেন তখন মনে হয় আসলেই পূর্বের এই প্রতিবাদ, বিক্ষোভ সবই সাজানো। আমি বিভ্রান্ত হই যখন শুনি কোন এক মহিয়সী তাকে স্বাগত জানাতে গিয়ে গান পরিবেশন করেন। সত্যিই কষ্ট লাগে লাগে যখন তিনি এটা ব্লগের সবার কাছে প্রকাশ্যে ব্যক্ত করেন।
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আজ আমি সত্যিই বিভ্রান্ত। আজ আমি সত্যিই বিধ্বঃস্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।