আজ সকালেই যায়যায়দিনের পাঠকের চিঠি থেকে জানতে পারলাম নতুন নেশাজাতীয় বস্তুটির কথা। ঘন্টাখানেক বাদে দেখলাম তার প্রয়োগ। নীলক্ষেত দিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম, দেখলাম তিন চারজন টোকাইকে ২০/২২ বছল বয়সী কিছু ছেলে (হয়তো হলের ছাত্র) পেটাচ্ছে। আশপাশ থেকে লোকজন দৌড়ে দেখতে আসছে ঘটনাটা। কাছে গিয়ে শুনলাম ৮-১২ বছর বয়সী এই টোকাইগুলো নেশা করছে বলেই তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে।
নেশার উপকরনটা অদ্ভুত! জুতায় ব্যবহৃত গাম! সাধারণত নাপিতেরা ব্যবহার করে,তবে পুরানো জুতা থেকেও আলাদা করে নেয়া যায়, একটি পলিথিনের ব্যাগে ভরে ফোলালে ভেতরে বিষাক্ত এবং নেশা ধরানো গ্যাস তৈরী হয়। এই গ্যাস দিয়েই নেশা করছে এইটুকুন বয়সের ছেলেরা। কি ভয়ঙ্কর!
এই ছেলেগুলোই পরবর্তীতে অন্যান্য নেশার উপকরনে অভ্যস্ত হয়ে পড়ে, ফলশ্রুতিতে বাড়ে সামাজিক অপরাধ। শীঘ্রই ব্যবস্থা নেয়া প্রয়োজন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।