আমাদের কথা খুঁজে নিন

   

কাল বরষা লুটালো

শঙ্খপাপ আমার

সারা সকাল বরষা লুটালো কাল, উঠানের দেবদারু'র ছায়া থেকে পুষ্করিণীর পদ্মফুল পর্যন্ত; কাঁদায় স্যাতস্যেতে হয়েছিল আঙিনা। অভিমান করে সূর্য পালিয়েছিল পথ ছেড়ে -আঁধারী কায়া লুকোচুরি খেলেছিল বরই গাছের আড়ালে আবড়ালে সর্বদা একটানা। ধামা-ধরা মেঘ ছুটেছিল রামধনু পানে - বারতা আটকে গিয়েছিল দিব্যি জলপাই গাছের পাতায় পাতায়, কেউ টের পাইনি, কেউ চেয়ে দেখিনি। আমি বিনে সবই গেয়েছিল কদম সংগীত, ছিলুম একা - অনুযোগ সব্যি, দরবিগলিত দুঃখ মম - হৃদয় বেতারে চারণ আমি তোমায় ডাকিনি। Brossard ০১/০৯/২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।