..
আমার জন্ম-লগ্ন ছিল
এক প্রখর নীল-জ্যোৎস্নার রাতে;
আজন্ম বিষন্নতা ছুঁয়ে আছি
কি আর এমন
নতুন ক্লেশ স্পর্শ করে যাবে!
বুঝিনা পরিযায়ী পাখীদের ভাষা
কি করে যাযাবর আনন্দের সহচর হবো?
গন্ধে চিনিনা জল-ধারা মায়া হরিণের মতো।
অতি চেনা ছবি শুধু
অন্ধকারে জ্বলে ওঠা শ্বাপদের চোখ
জানি-------
জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে
কি করে মানুষ
শরীরে ধারণ করে পশুদের রোগজীবানু
কিভাবে পাশবিক দুর্গন্ধ পৌঁছে যায়---
নাসারন্ধ্র থেকে অন্তর্মূলে।
আস্তে
আস্তে
আস্তে
ধুসর-কালো পশমে ঢাকে সমস্ত শরীর; আর
ক্রমশঃ
হয়ে ওঠে ---এক বিশাল গরিলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।