আমাদের কথা খুঁজে নিন

   

আর কতোকাল থাকবো আমি.......দুঃখের তরী বাইয়া.......

খুব জ্বালাতে চাই! কিন্তু দয়া করে ঝাটার বাড়ি দিও না। মরটিন খেতে খুব মজা!!

তেলাপোকারে অহন থেক্কাইকা পোষা প্রানীর মর্যাদা দেয়া হোক! ব্লগে আইস্সা আমার পরথম অনুভুতি এইডাই। আমার দাবির পক্ষে নীচের যুক্তি তক্কো পেশ করা হইলো-- ১। আমার দীর্ঘকাল আপনাগো ঘরে থাকি। সেই বিরটিশ আমল থেইক্কা (আমাগো সবচেয়ে দূরের আমল হইল বিরটিশ আমল ) ২। আপনাগো খানা খাইয়াই আমরা বাইচ্চা থাকি! (ইচ্ছায় কিম্বা অনিচ্ছায়) ৩। আপনাগো জামা কাপড় মানিই আমগো জামা কাপড়! ৪। আমরা বংশ পরম্পড়ায় আপনাগো সেবা করি! ৫। আমাদের দেখলেই আপনারা মুখ দিয়া নানা উত্তেজনাকর শব্দ করেন! (আদর কইরা কিনা হেইডা কইতাম ফারি না) এই সব যুক্তিতেও যদি কাম না হয়!! তাইলে কিন্টুক কইলাম ধর্মঘট..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।