আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: ব্যাঙ্গালোরের দুর্গাপূজা

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

গতকাল ছিল দুর্গাপূজার মহানবমী। এদিকে ভারতের কর্ণাটক প্রদেশের স্হানীয় উৎসব আয়ুধা পূজাও (অনেকটা আমাদের বিশ্বকর্মা পূজার মত) একইদিনে।

তাই গতকাল আমাদের ব্যাঙ্গালোরে আয়ুধা পূজার ছুটি ছিল। এই সুযোগে গতকাল ব্যাঙ্গালোরের বিভিন্ন দুর্গাপূজা ঘুরে দেখলাম বাঙালীরা কেমন তাদের সংস্কৃতির শিকড় আঁকড়ে ধরে রাখতে পেরেছেন। অনেক ছবিও তুলেছিলাম। তারই কিছু ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করলাম। ব্লগের মধ্যে কী করে ছবিটা দেবো সেটা কেউ জানালে ভালো হয়।

আমি ছবিগুলো আপলোড করে সেটা ড্র্যাগ করে লেখার মধ্যে আনতে চেষ্টা করলাম। কিন্তু হল না। ছবি পরিচিতি: ১। কোরামঙ্গলার দুর্গাপূজা ২ - ৩। বিনামূল্যে সবাইকে খিচুড়ী, তরকারী, ও চাটনী প্রসাদ খাওয়ানো হচ্ছে।

৪। খাওয়ার শেষে আগে পায়েস দেওয়া হত। এখন আইসক্রীম দেওয়া হচ্ছে। ----------------- ৫। আলসুরের পূজা।

এটা ব্যাঙ্গালোরের সব থেকে বড় দুর্গাপূজা। আয়োজন করেন বেঙ্গলী অ্যাসোসিয়েসান। এখানে বড় মেলাও বসে। ----------------- ৬। মল্লেশ্বরমের পূজা।

৭। দুপুরবেলা কঈজ আয়োজিত হচ্ছে। সন্ধ্যা থেকে চলবে গান, বাংলা নাটক ইত্যাদি সাংস্কৃতিক অনুস্ঠান। ------------------- ৮। জয়মহলের পূজা।

------------------ ৯। আর. টি। নগরের নিকটবর্তী আনন্দ নগরের পূজা। এটি সাঁইরাম মন্দিরের হলে আয়োজিত হয়। ১০ - ১১।

খাবার দোকান। ১২। বানিজ্যিক সংস্হা বাংলা ভাষায় বিজ্ঞাপন দিয়েছেন। ১৩। আলোকিত সাইরাম মন্দির।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।