আমাদের কথা খুঁজে নিন

   

ঠক হতে আমি পারিনি, পারিনা!

সুখীমানুষ

ঠকেছি, অনেক অনেক ঠকেছি!! এবার ঠকাতে ইচ্ছা করে, খুব রুঢ় ভাবে ঠকাতে ইচ্ছা করে। বিশ্বাস ভেঙ্গেছে, খুব খুব সাধের বিশ্বাস!! এবার কারো বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে ইচ্ছা করে। কষ্ট পেয়েছি, বহু বহু কষ্ট পেয়েছি!! এবার কষ্ট দিতে ইচ্ছা করে, এজিদের মত করে কষ্ট দিতে ইচ্ছা করে। অপমান পেয়েছি, নোংড়া নোংড়া অপমান! এবার অপমার করতে ইচ্ছা করে, দাত কেলায়ে হেসে অপমান। ভালবেসেছি, উজাড় করে নিংড়ে ভালবেসেছি! কানা কড়িও ফেরত আসেনি।

এবার অবহেলা দিতে ইচ্ছা করে, পাষাণতম অবহেলা। কিছুই পাইনি ভালবেসে, বিশ্বাস করে, ভাল হয়ে থেকে কিচ্ছু পাইনি। তবু পারিনা , কিছুতেই পারিনা!! ঠক হতে পারিনা অপমান করে, দাত কেলিয়ে হাসতে পারিনা ভাল না বেসে থাকতে পারিনা!! কি জানি, হয়ত ঠক হতে গেলেই যোগ্যতা লাগে। হয়ত সাধারন মানুষ হয়ে, বিশ্বাস রেখে, ভালবেসে থাকতেই কোন যোগ্যতা লাগেনা আমি যোগ্যতাহীন মানুষ। তাই ঠক হতে আমি পারিনি, পারিনা।

১১-৮-০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।