৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মাসল/মাস্তান/পিস্তল নিয়ে আধিপত্য বিস্তারের অভয়রান্য। নিরু/বাবলু/পাগলা শহীদ/অভি/ইলিয়াস (প্রায় সবাই ছাত্রদলের) গ্রুপের তান্ডবে পড়ালেখা প্রায় মৃতপ্রায়। ১৯৮৫ সনে নিরুর ভাই বাবলু বোমা বানানোর সময় মহসিন হলে বিস্ফোরনে মারা যান। মজার বিষয় হল যে, ছাত্রদল গো ধরল যে, বাবলুকে কবি নজরুল ইসলামের কবরের পাশে 'বীরের' মর্যদায় কবর দিতে হবে। ডাকসুতেও ছাত্রদলের আসন বেশী......কবরও খোড়া হয়ে গেল......কিন্তু 'বদ' এরশাদের পুলিশ তাতে বাগড়া দেয় আর সাথে সাথে বিশ্ববিদ্যালয় অনদিষ্ট কালের জন্য বন্ধ.....আমি এখনও বুঝি না..... বাবলুর জীবনের সাথে নজরুল ইসলামের মিল টা কোথায়... ইলিয়াসের হাতে নিরুর কাজিন পাগলা শহীদ নিহত হল.. নিরু এরশাদের দলে ভিড়ে গেল (ডা: মিলন হত্যার অভিযোগ আছে).......
ছাত্র রাজনীতি টা অভিশপ্ত ছিল সেই সময় (এখন কিছুটা শান্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।