"এই মুখরিত জীবনের চলার বাঁকে ... অজানা হাজার কত কাজের ভীড়ে ... ছোট্ট বেলার শত রঙ করা মুখ ... সুর তোলে আজো এই মনকে ঘিরে"
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো
বল ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে কতদিন আরও বেশি পেতাম
আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমারই নাম
শুধু আমি নই ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত
বল ভালো আছো তো
বল ভালো আছো তো
জানি তোমায় আপন ভাবার কোনই অধিকার নেই যে গো আর
এও জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য আমার
শুধু বল আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কত
বল ভালো আছো তো
বল ভালো আছো তো
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো
ভালো আছো তো
ভালো আছো তো
বল ভালো আছো তো
_______________________
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।