আজকে দ্বীতিয় বিতর্ক দেখে মনে হচ্ছে ওবামাই জয়ী হবে আসন্ন নির্বাচনে। ম্যাককেইল যতই কাউকাউ করুকনা কেন কোন লাভ নাই। ওরামা কঠিন চিজ। আসলে ওবামার ব্যাক্তিত্ব আমার ভালো লাগে। ম্যাককেইন বিতর্কের সময় ওবামাকে তাচ্ছ্বিল্য করে কথা বলেছে যা
ভোটাররা ভালো ভাবে নেবে না।
প্রথম বিতর্কে ওবামার চেহারার দিকে তাকায়নি তাই অনেক সমালোচনা হইসে।
আর আজকের বিতর্কে ওবামা সম্পর্কে বলছে যে, " আর বুশের পক্ষে ভোট দিসে কে জানেন? ঐটা ( ওবামাকে ইংগিত করে)" মানে সে যে ওবামার উপরে কতটা ক্ষেপে আছে বোঝা যায়।
সেরাহ পেইল্যান আরেক পিকুলিয়ার। সে প্রথম কয়েকদিন লাফালাফি কইরা তারপর টিভি সাক্ষাৎকার দিতে গিয়া পুরা ধরা। মানে ঠিক মত কথাই বলতে পারেনা।
আর জানেনা ঘোড়ার ডিম কিছুই। চরম মুর্খ। বিতর্কের দিন মুখস্ত কিছু কথা আর জোকারি কইরা এখন হ্যাং সিডির( ভাংগা রেকর্ড) মত একই ধরনের কথা বলে যাচ্ছে। এসব কথা দিয়া এইবার কাম হবে না মনে হচ্ছে।
যাউকগা, ওবামা নির্বাচনে জিতে আমেরিকা ও বিশ্বকে নতুন দিকনির্দেশনায় চালিত করুক এটাই কামনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।