আমাদের কথা খুঁজে নিন

   

এই আস্তিকতা/নাস্তিকতা দিয়ে আমরা কী করবো!

বিস্মৃতি ও বিষাদটিলা

কোন দার্শনিক যেন একবার বলেছিলেন, যুক্তি দিয়ে কাউকে কখনো হারানো যায় না। কেননা, তর্ক একসময়ে যুক্তি উপচে ইগোর লড়াইয়ে নেমে আসে। এখন প্রশ্ন হলো, কুতর্ক বলেও একটি বিষয় আছে যাকে আমরা চিনি। এই ব্লগে আস্তিক/নাস্তিকের বিতণ্ডা মাঝে মাঝে কুতর্ককেও ছাড়িয়ে যায়। আরেকটি ব্যাপার: আমার মনে হয় না, আস্তিকতা/নাস্তিকতা নিয়ে আমাদের কারো কিছু করার আছে।

কেননা, আমরা নিজেদের বিশ্বাসে অন্যকে শিক্ষিত করতে নিশ্চয়ই তাকে যুক্তির কাছে ফিরতে বলতে পারি না। খুব কম সময়ই যুক্তিতে বিশ্বাস জন্মায়। তার উপরে এই যুগটা ইরেশ্যনালিটির, ফাজি লজিকের; যুক্তি এখন বহু পুরানো ব্যাপার। কোনো বিষয় যুক্তিযুক্ত, শুধু এই বিবেচনায় তাকে গ্রহনযোগ্য বলে ভাবার দিন শেষ। যাক একথা।

আস্তিক/ নাস্তিকদের বিভিন্ন সভা/সমিতি আছে। সাইটও আছে । একবার আমাকে এমন একটি সাইটের ঠিকানা দেয়া হলো। সেইসব কমিউনিটি ঘুরে দেখলাম , আমরা তেমন কিছু পাইনা । যেমন পাই না এই ব্লগের এই সম্পর্কিত বিতর্ক থেকে।

কেননা, শেষ পযর্ন্ত এসব বিতর্ক ইগোতেই গড়ায়। তাহলে এর পেছনে সময় নষ্ট করার মানে কী? কোনো মানে হয় না, কোনোই মানে হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।