..
সোনালী মোমদানে মোম পোড়ে
চেয়ে চেয়ে দেখি
গলে গলে নিঃশেষিত আলোর জীবন।
আকাশের এক প্রান্তে একা
জাগে নিশাকর;
তুরীয়-উল্লাসে
জ্বলে-নেভে
নেভে আর জ্বলে সাতাশ নক্ষত্র
জ্বলে মৃগশিরা ;
আঁধারের সাথে
সারারাত ফিস্ ফিস্ কথা বলে যায়
জোনাকীরা ;
ঝিঁঝিরা নির্ঘন্টে থাকে রাতের নিবিড় ;
রাতচরা পাখীদের সাথে জেগে থাকি।
এমনি নিশুতি-রাতে
ঝর্ণায় জল পান করে হরিণেরা ;
অরণ্যে বিনিদ্র-
ওৎ পেতে আছে-
কস্তুরী-লোলুপ
হরিণা-মাংস লোভী শবরেরা ।
উৎকন্ঠ থাকি---নিশিজাগা পাখীদের সাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।