ভয় পেওনা তুমি, আমার জন্মভূমি
কতটুকু রং ফ্যাকাসে হলে তাকে তুমি রং বলবে?
ডানা মেলা চিল কতক্ষন উড়ে বেড়ালে তাকে পাখি বলবে?
কতটুকু নীল হলে তাকে রাতের আকাশ না বলে দিন বলবে?
কোন নিয়মে ফেলবে তুমি রংটুকু কিংবা পাখিটাকে অথবা আকাশের নীলকে?
শেষ পর্যন্ত ফ্যাকাসে হলেও রং তো রং ই হলো...তাই না?
মুহুর্ত কিংবা দীর্ঘক্ষণ উড়েও চিল তো পাখি ই...
কালো রাতের পর নীল দিন তো আসবেই...
তবে কোন নিয়মের দোহাই দিয়ে তুমি আমায় ভালোবাসবে?
আমি প্রতীক্ষা করি-এ কোন নিয়ম নয় বলেই...
আমি কল্পনাবিলাসি- কারন এতেই মন শুভ্র হয়...
আমি বাস্তববাদী নই-তাই দুঃখ নেহায়েত কম পাই নি...
তবু তোমার মত নিয়ম মেনে ভালো ও কিন্তু বাসি নি কখনো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।