আমাদের কথা খুঁজে নিন

   

এই তো চলছে আর কি!!

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সিল মারতে মারতে ডান হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। ভাবলাম ব্লগে বসলে ব্যথাটা ভুলে থাকবো। কিন্তু কোন পোস্টদাতা ই তার পোস্টে কমেন্ট করলে উত্তর দেয় না আজকাল। সবাই হয়েছে নাক উচা ব্লগার। জেরী আপুর পোস্টে কমেন্ট করতে গেলাম একটু আগে পেইজ ওপেন হল না তখন আর যখন হল আপু অনলাইনে আর নেই সারাদিন ব্যাংকে চুপচাপ বসে থাকতে হয়।

কারো সাথে তেমন কথা খুজে পাই না অথবা উনারা যে টপিক নিয়ে আলোচনা করে তা আমার বোধগম্যের বাইরে তাই বসে থাকি আর সবাই এসে শোনায় যায় এই মেয়েটা এতো চুপচাপ কালকে অফিসের নিচতলার খাবার ঘরে এক আপু যেয়ে দেখলেন সব চেয়ারে লবণ ছিটানো। আপু উপরে এসে আরেক ভাইয়াকে ধরলেন তিনি কেন এই ছাগলামি করেছেন তাই। ভাইয়া কিছুক্ষণ হতভম্ব হয়ে তারপর বললেন, এইটা কি আমার বাড়ি নাকি!! আর আমি কি বাচ্চা নাকি!! আমি ছিটালে কাদা ছিটাবো...লবন না আপু তারপরও বলে না এ ধরনের কাজ আপনারই করার কথা। এক মহিলা সৌদি আরবে থাকেন এসেছিলেন বিদেশ থেকে পাঠানো টাকা নিতে। তার মুখে সৌদি আরবের প্রশংসার গল্প শুনে শ্রদ্ধেয় নুরাভাই কে খুব মনে পড়ছিল আমার।

পরে অবশ্য যাবার সময় আবার সৌদিদের বর্বর বলে আখ্যায়িত করে গেছেন। যে ভাইয়া রেমিটেন্স দেয় ওই ভাইয়া খুব আগ্রহ করে গল্প শোনার পর বলে এত ভাল তো যাবার সময় বদনাম না করে পারলি না!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।