আমাদের কথা খুঁজে নিন

   

= আমার বুকের ভেতর কেউ কাঁদছে

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

আমার বুকের ভেতর যেন কেউ কাঁদছে, শ্রবনেন্দ্রিয়কে সাধ্য রেখা বরাবর নিয়ে শুনতে চেষ্টা করি; না। ফোঁপানোর শব্দগুলো নেমে যাচ্ছে আরো নীচে আমি পবিত্র হয়ে রুকূতে ঝুঁকে পড়ি, আরো নীচে। মানব সত্তার সবটুকু অহং বিলুপ্ত করে সিজদায় লুটিয়ে পড়ি, তখনো মনে হয় আরো আরো নীচে! বালিশের তুলোয় তুলোয় শিহরিত হয় কম্পন আমি অনুভব করি পৃথিবীর ক্রন্দন। এ কান্নায় এক সুদীর্ঘ কালের ক্লান্তি মেশানো, লুকোনোর প্রয়াসে ব্যর্থ প্রিয়জনের ম্রিয়মান সুরে শ্রান্তিতে দুর্বল কণ্ঠ থেকে বেরোয় না ধ্বনি, তবু জমাট বেদনারা চুইয়ে চুইয়ে পড়ে অশ্রু হয়ে। যেন এ ব্যথার কোন সান্ত্বনা নেই আমিও খুঁজে পাইনা কোন শব্দ, ধ্বনি, বর্ণ, অতি সন্তর্পণে মুক্ত করে দেই বুকের গভীরে আটকে পড়া স্বাধীন বাতাসগুলোকে; তারপর পৃথিবীর কান্নার সাথে কেঁদে উঠি। হায়! যুগ যুগ ধরে নিপীড়িত মানবতার জমানো যে ব্যথা আমি যে সেই বেদনার ধ্বনি শুনি, নির্বিচারে কত স্বপ্নালু চোখের পাতা বুঁজে গেছে চিরতরে আজো অশ্রু ঝরে, রোদন করে, মলিন হয়ে মিলে যায় ইতিহাসের পাতায় পাতায়। অগুণতি বছরের যন্ত্রণা পুঁতে রেখেছে মানুষ পৃথিবীর বুকে, পাঁজরে, সমস্ত শরীরে; সে কান্না যেন আমার পাঁজরে বাজে। মাঝে মাঝে মনে হয় আমার বুকের ভেতর কেউ কাঁদছে... কেউ কাঁদছে....! ৬ সেপ্টেম্বর ২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।