যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইবোনা -
আমি বাইবোনা মোর খেয়া তরী এই ঘাটে গো!!
চুকিয়ে দেবো বেচাকেনা, মিটিয়ে দেবো গো
মিটিয়ে দেবো লেনাদেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে।
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে- নাইবা আমায় ডাকলে!!
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটা লতা উঠবে ঘরের দ্বারগুলায়
ফুলের বাগান ঘনবাসে পরবে শয্যা বনবাসে
শ্যাওলা এসে ঘিরবে দীঘির ধার গুলায়।
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে- নাইবা আমায় ডাকলে!!
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে-
তখন এমনি করে বাজবে বাঁশী এই নাটে,
কাটবে, দিন কাটবে-
কাটবে গো দিন আজো যেমন দিন কাটে, আহা
এমনি করে বাজবে বাঁশী এই নাটে,
ঘাটে ঘাটে খেয়ার তরী, এমনি সেদিন উঠেবে ভরি
চরবে গরু খেলবে রাখাল এই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে-
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি ?
সকল খেলায়- সকল খেলায় করবে খেলা এই আমি।
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুডোরে
আসবো যাবো চিরদিনের সেই আমি!!
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে- নাইবা আমায় ডাকলে!!
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে-
Click This Link.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।