আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...
ব্লগেরই পোস্ট ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা? কিংবা মুক্তিযুদ্ধে শহীদের বাস্তব সংখ্যাঃ কিছু পরিসংখ্যান পড়লে, বলা ভালো বানান করে করেও পড়তে সক্ষম হলে আর কোনো যুক্তি-প্রমাণ লাগে না। ফিরে দেখা ৭১ উল্টেপাল্টে দেখলেও গর্দভগুলোর একটা ধারণা হয়ে যায় নিমেষেই।
কিন্তু তারা পড়ে না কিছুই, পড়লেও বুঝে উঠতে পারে না, আর নেহাৎ বুঝে উঠলেও মেনে নিতে পারে না। মেনেই বা নেবে কী করে? শালার রাজাকারের পুতেরা জন্মান্ধ তো!
কথা সোজা, এই পোস্ট এবং এই অমানুষটাকে সামহোয়্যারইনে দেখতে চাই না। ওই লোকের কার্যকলাপ ব্লগ নীতিমালারও বিরোধী। সম্মানিত মডারেটরবৃন্দ, ব্যবস্থা নিন দ্রুত। ইতিমধ্যে নিয়ম মেনে অভিযোগও করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।