andharrat@জিমেইলডটকম
আজ সকালে ঘুম ভাঙলো কাকদের তুমুল হট্টগোলে। কি ব্যাপার দেখার জন্য বাইরে এসে
দেখি একটি কাক (প্রথমে কাক মনে হয়েছিল) আমাদের বাসার গেটের কাছে মরে পড়ে আছে। কাছে গিয়ে বুঝলাম এটি ফিঙ্গে। আহ্ যোয়ান তরতাজা পাখিটি বিদ্যুৎতাড়িত হয়ে অকালে প্রাণ হারালো।
বউ এর সাথে ঝগড়া করে রাগের মাথায় বিদ্যুতের তারে বসে পড়েছিল। মাথা ঠিক ছিলনা
বলে খেয়াল করতে পারেনি যে এটা গাছের ডাল নয়। রাগই তার মৃত্যুর কারন হলো।
বউ হয়তো দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করবে আর ভাববে খামোখা ওর সাথে লাগতে
গেলাম, মিনসের যে রাগ হয়তো বাইরেই খেয়ে নেবে। এখন বোধহয় আসবেনা।
কিন্তু ফিঙ্গে বউটি কখনো জানতেই পারবেনা আমি তার মৃত স্বামীকে ডানায় ধরে ডাস্টবিনে
ছুঁড়ে ফেলে দিয়েছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।