আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ডায়মন্ড লিগেও বোল্টের দাপট

শুক্রবার রাতে আইএএএফ ডায়মন্ড লিগের বছরের শেষ আসরে যথারীতি শেষ দিকের ক্ষিপ্রতায় ৯.৮ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছান ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট।
শুরুটা বরাবরের মতোই ভালো হয়নি এই জ্যামাইকান দৌড়বিদের। কিন্তু সম্প্রতি মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টে সোনা জেতা বোল্ট শেষের দিকে অনায়াসেই সবাইকে ছাড়িয়ে যান।
যুক্তরাষ্ট্রের মাইকেল রজার্স ৯.৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতা জ্যামাইকার নেস্তা কার্টার তৃতীয় হন।
মস্কোতে রৌপ্য জেতা যুক্তরাষ্টের জাস্টিন গ্যাটলিন হন চতুর্থ।


দৌড় শেষে বোল্ট বলেন, "আমার ক্যারিয়ারে এটা পুরোপুরি ভালো মৌসুম ছিল তা বলা যায় না। কিন্তু আসল কথা হলো আমি সবার উপর ছড়ি ঘুরিয়ে প্রথম হচ্ছি। "
নিজের শুরুটা ঠিক হচ্ছে না স্বীকার করে ছয়টি অলিম্পিক সোনাজয়ী বোল্ট বলেন, "শুরুটা ভালো হলে আমি ৯.৭০ সেকেন্ডের মধ্যে দৌড়াতে পারতাম। "
মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন মস্কোতে তিন ইভেন্টে সোনা জেতা জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার-প্রাইস।
ছেলেদের ২০০ মিটার দৌড়ে মস্কোতে বোল্টের পেছনে থেকে রূপা জেতা জ্যামাইকার ওয়ারেন উইয়ার প্রথম হয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।