আমাদের কথা খুঁজে নিন

   

সেই দিদিমণি.............../ভাস্কর চৌধুরী

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

আজ একটি গল্প শোনাতে এসেছি যে গল্পের শেষ নেই রেষ নেই আছে চলে যাওয়ার কথামালা! আজ একটি গল্প শোনাবো যেখানে স্মৃতির ডানায় উড়িয়ে নিবে আমায়! যে গল্পে আমার দিদিমণি আমায় ডাকে! আজ গল্প শোনাবো দিনিমণি'র বয়সটা অস্পষ্ট! কিছু স্মৃতির মলাটে বেঁধে আছে সেই সময়গুলো! মনে আছে হাফপেন্ট ও সাইকেল গেঞ্জি পড়া সেই ছেলেটি! যে গল্পে দিনভর দুষ্টমী আর রাতের শুরুতে শাসনের সীমানা মায়ের বকুনীতো আছেই! কখনো কখনো বাবার বেত্রাঘাত ! হঠাৎ কাছে পেতাম সেই দিদিমণিকে দিদিমণির কথাতে সব চুকে যাওয়া এক নিমিষেই! একদিন মনে আছে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম ক'জন বন্ধু ছিল! অনেক রাত করে বাড়ি ফেরা বাইরে থেকেই শব্দ শুনছি আমার পাওনা শাস্তির ! দেখি দিদিমণি বাইরে বসে ঝিমুচ্ছেন আমি বাইরে বলে তিনিও বাইরে বসে আছেন! এই না হলে দিদিমিণি ! দিদিমণি আজ নেই! মাত্র ৭২ ঘণ্টার হিসেব নিকেশ কষেই চলে গেলে ! আমায় একটু বলেও গেলে না এতো অভিমান তোমার ! তুমি জানোনা দিদিমণি আমার জীবনে কারো চলে যাওয়া দেখে কখনো দু'ফোটা জল বের হয়নি! তুমি-ই সে যার জন্যা আমার অশ্রু ঝড়েছে····! দিনিমণি তোমায় আজ বড্ড মনে পড়ছে তোমার স্মৃতিগুলো আমায় ধুকড়ে কাঁদাচ্ছে তুমি কেন চলে গেলে তোমার চলে যাওয়া আমি মেনে নিতে পারিনা তুমি ফিরে এসো ফিরে এসো দিদিমণি..........................!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।