আমাদের কথা খুঁজে নিন

   

।।এক পোয়া দুধের কাহিনী।।



-হাঁ গা দিদি, আজ যা হয়েছে, তা আর কী বলবো! -কী হয়েছে গা? -এক পো' দুধ কিনিছিনু। ঘরেতে জামাই এল, তাকে এক বাটি দেওয়া হল। পোয়াতি বৌ'টা একবাটি খেল। মুই অভাগীর বেটি- দুধ ভিন্ন অন্ন তো রুচেই না। বাকী দুধ টুকুন দই পাতবো বলে রেখে দিয়েছিনু, কোন পোড়াকপালীর বেড়াল এসে পেটটি ভরে খেয়েছে গো- পেটটি ভরে খেয়েছে। বাকী দুধ টুকুন ঘরের মেঝেয় ঢেলে দিয়েছে। মেঝেয় যেন ঢেউ খেলছে গো- মেঝেয় যেন ঢেউ খেলছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।