আমাদের কথা খুঁজে নিন

   

নীল আকাশের খোঁজে

আমি একজন সাধারণ মানুষ, খুঁজে বেড়াই নীল আকাশ

মাঝে মাঝে ভাবি, আকাশকে আমরা কত কাছে দেখি, তারপরও তো আমরা আকাশ ছুঁতে পারিনা, আকাশ কখনো ছোঁয়া যায়না। নীল আকাশের দিকে দু'চোখ মেলে তাকালেই মনে হয়, আহা! এই নীল আকাশটাকে যদি ছুঁতে পারতাম, তবে কতই না ভালো হতো, দুঃখ,কষ্ট,জরা,জীর্ণতা সবকিছু সেই নীল আকাশে মিশিয়ে দিতে পারতাম। কিন্তু আসলে তো আমরা সেই নীল আকাশের ছোঁয়া কখনো পাইনা, সেটা সম্ভবও নয়। তাই আমাদের সেই কষ্টগুলো সেই অধরা নীল আকাশের মত অস্পৃশ্যই থেকে যায়। তারপরও আমরা স্বপ্ন দেখি, কখনো হয়তবা প্রতিকিরুপে হলেও সেই নীল আকাশ আমাদের মাঝে ধরা দেবে, মুছে দেবে সব গ্লাণি। তাই আমি বসে আছি সেই নীল আকাশের খোঁজে............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।