আমাদের কথা খুঁজে নিন

   

তোর ভাবনায় অলস দুপুর.......।

নিজেকে হারিয়ে খুঁজি

পাথর সময়- নিঝুম প্রহর- একাকী ক্ষণ কাটে কষ্টেরা সব -নষ্ট স্মৃতি -ঘুণ পোকারা হাটে। রোদ দুপুরে ভ্রষ্ট ছায়া ক্লান্তি মাখা পথে শ্রান্ত এ মন - ভাবছি তোকে স্মৃতির ধূসর রথে। এই দুপুরেও- দুঃখ মালায় -গাঁথি স্বপন সূর কাঁপন জাগে -অভিমানের -হৃদয় অচীনপুর। সেই কবে তুই ছন্নছাড়া এই ভূবনে এলি যতন করে- পথের ধূলোর -কুড়িয়ে আমায় নিলি? আপন ভূবন -অমোঘ দেয়াল- সোনার শেকল খাঁচা সাধ্যি কি তার- শুধুই যেন- নিজের সাথেই বাঁচা। না পেয়ে তাই -পেলাম তোকে -তাই হারানোর ভয় চাওয়া গুলি -- অনেক কাছের- দূরে দূরেই রয়। ইচ্ছে চাওয়ার বিস্মৃতিতে অবলীলায় ভূলে হারিয়ে যখন থাকিস; আমি - কষ্ট নদীর কুলে। তুই যে আমার অনেক কাছের অনেক আপন সই তোকে ছাড়া দিবস- নিশি, কেমনে আমি রই?!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।